আদালতে অঝোরে কাঁদলেন হাজী সেলিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন তিনি।
সোমবার (২ সেপ্টেম্বর) আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলাদেশকে চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত করেই আমরা ঘরে ফিরব: নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্য হয়নি, কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা: রিজভী
