গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবিতে মানববন্ধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪
সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা।
আরও পড়ুন: নীলফামারীতে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার শুটিবাড়ি মোড় স্মৃতি অম্লানে সকল সাংবাদিক সংগঠন এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
এসময় সংবাদ প্রত্রিকার ময়েন কবির'র সভাপতিত্বে ও যুগের আলো পত্রিকার মোহাম্মদ আলী সানুর সঞ্চালনায় কর্মসূচিতে খোলা কাগজ‘র লেমন ইসলাম, মানবকন্ঠের বাদশা সেকেন্দার ভুট্টু, নয়া দিগন্তের রেজোয়ান ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এতে ডিমলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে সাংবাদিক নেতারা সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং বিগত সরকারের বন্ধ ঘোষিত সকল গণমাধ্যম খুলে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানান।
তারা বলেন, ১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া দুঃখজনক। এই হত্যাকান্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া ১৫ বছরে ৬৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এসব সাংবাদিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
আরও পড়ুন: নীলফামারীতে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
তারা আরো বলেন, ডিমলাতে কতিপয় ব্যক্তি অপসাংবাদিকতা ও সাংবাদিকদের ঐক্য বিনষ্ট তথা বিভেদ সৃষ্টির ঘৃণ্য অপতৎপরতা অব্যাহত রেখেছে। তারা পতিত সরকারের ১৫ বছরে আওয়ামী লীগ নেতাদের থেকে নানা সুযোগ-সুবিধা নিয়ে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করেছে। এদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে হবে।
এসডি/