নীলফামারীতে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৪


নীলফামারীতে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে নীলফামারীর ডিমলায় মোমবাতি প্রজ্বলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার বিজয় চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার পক্ষ থেকে এ আয়োজন করা হয়।


আরও পড়ুন: মাছ চাষে জেলা পর্যায়ে সম্মাননা স্মারক পেলেন ঘোড়াঘাটের তানিম


এসময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এছাড়াও জাতীয় সংগীতের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানানো হয়।


এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা। আমরা তাদের সারা জীবন মনে রাখব।


আরও পড়ুন: বিরামপুরে সড়ক পরিস্কার করছেন শিক্ষার্থীরা


তারা আরও বলেন, ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারকে নিধন করে ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে ও তাদের রক্তের বিনিময়ে আমরা যেই সামনের বাংলাদেশের দিকে যাচ্ছি তাদের স্মরণেই আজ এই মোমবাতি প্রজ্বলন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আমরা যে স্মৃতিচারণ করি, শ্রদ্ধা জানাই ঠিক তেমনি প্রতি বছর এই ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন তাদেরও আমরা স্মরণ করব শ্রদ্ধা জানাব।


এমএল/