শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে ইবিতে বিক্ষোভ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪


শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে ইবিতে বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 


আরও পড়ুন: গণরুম সম্পূর্ণভাবে বাতিল করা হলো ইবির লালনশাহ্ হলে


রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ১৮ ও ১৯তম নিবন্ধন পরীক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ হয়। কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা গণবিজ্ঞপ্তির প্রস্তাব প্রত্যাহারের পাশাপাশি সেপ্টেম্বরের মধ্যে ১৮তম লিখিত পরীক্ষার ফলাফল ও অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা, শিক্ষক সংকট নিরসনে দ্রুত ১৮তম চূড়ান্ত ফলাফলের পর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া, অটো এমপিও চালু করা এবং ৩৫ বছরের উর্ধ্বদের চাকুরিতে প্রবেশের সুযোগ না দেওয়ার জোর দাবি তোলেন।


সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাবনা এসেছে। এতে নতুনরা এই সুযোগ থেকে বঞ্চিত হবে। আমরা এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার চাই। যদি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দিতেই হয়, তবে ১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল দেওয়ার পর দিতে হবে। আর দ্রুত সময়ের মধ্যে ১৯ তম নিবন্ধনের সার্কুলার দিতে হবে।’


আরও পড়ুন: ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ইবিতে ‘শহীদি মার্চ’ কর্মসূচি


তারা আরও বলেন, ‘এনটিআরসিএ প্রভাষক নিবন্ধনের নিয়োগের ক্ষেত্রে সাধারণত স্নাতক সনদ দিয়েই আবেদন করা যায়। কিন্তু ১৮তম নিবন্ধনে প্রভাষক পদে আবেদনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগে স্নাতকোত্তর শর্ত দেয়া হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা ১৯তম নিবন্ধনের নিয়োগের ক্ষেত্রে এমন বৈষম্য দেখতে চাই না।’


এসডি/