নোবিপ্রবিতে প্রশাসনের ১১ কর্মকর্তার বাদলি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনের বড় ধরনের রদবদল করা হয়েছে।
বিজ্ঞাপন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনের বড় ধরনের রদবদল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ১১ কর্মকর্তাকে বিভিন্ন দফতরে বাদলি করে নতুন দায়িত্বে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী সাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞাপন
অফিস আদেশে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন অফিস এবং দফতরে বদলি করা হলো।
সদ্য বদলি হওয়া কর্মকর্তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুদ্দীনকে রেজিস্ট্রার দফতরের শিক্ষা শাখায় বদলি করা হয়েছে। উপ- পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াহেদ উল্যা চৌধুরীকে উপাচার্যের একান্ত সচিবে, ডেপুটি রেজিস্ট্রার খালেদ মেহেদী হাসানকে কেন্দ্রীয় লাইব্রেরীতে, সহকারী রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামকে হিসাব পরিচালক দফতরে, সহকারী রেজিস্ট্রার এ এস এম সায়েমকে পরিবহন পুলে, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাখায়েত উল্ল্যাহকে উপাচার্য দফতরে, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জিয়াউর রহমান ভুঁইয়াকে মাইক্রোবায়োলজি বিভাগে, সহকারী রেজিস্ট্রার মো.মহিউদ্দিন আল ফয়সালকে উপাচার্য দফতরে, সেকশন অফিসার মোহাম্মদ আবদুল কাদেরকে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কাস দফতরে, সেকশন অফিসার মদন রবিদাসকে ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগে এবং সেকশন অফিসার শাকিল আহমেদকে মৃত্তিকা,পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছে ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী বলেন, ‘অফিসিয়াল প্রয়োজনে তাদের বদলি করানো হয়েছে। আর কিছু নয়। অফিসিয়াল কাজে গতিশীলতা আনতে এমন বদলি করানো হয়।’
এসডি/
বিজ্ঞাপন








