টিপু হত্যার মাস্টারমাইন্ডসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর শাহজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১ এপ্রিল) রাতে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন, ওমর ফারুক (৫২), আবু সালেহ শিকদার (৩৮), নাছির উদ্দিন (৩৮) ও মোরশেদুল আলম (৫১)।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বহুল আলোচিত এবং চাঞ্চল্যকর জাহিদুল ইসলাম টিপু এবং সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারীসহ চার জনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
এর আগে এই জোড়া খুনের ঘটনায় মাসুম মোহাম্মদ আকাশ এবং আরফান উল্লাহ দামাল নামে আরো দুজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ মার্চ সন্ধ্যায় ঢাকার শাহজাহানপুরের আমতলী এলাকায় গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু। টিপুকে লক্ষ্য করে ছোড়া গুলিতে মারা যান টিপুর গাড়ির পাশেই রিকশায় থাকা প্রীতি।
ওআ/