বশেমুরবিপ্রবিতে ‌‘মার্কেটিং কার্নিভাল’ অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বশেমুরবিপ্রবিতে ‌‘মার্কেটিং কার্নিভাল’ অনুষ্ঠিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মার্কেটিং কার্নিভাল। 

শুক্রবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে মুক্ত মঞ্চে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে মার্কেটিং বিভাগের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে এভারেস্ট ব্যান্ড, রুবেল রক ও ক্ষুদে গানরাজের সাইফ এবং বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সাদাকালো ব্যান্ড। এছাড়া বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে নৃত্য, গান পরিবেশন করা হয়। এর আগে সকালে ফ্লযাশ মব ও দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। 

অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,বিভাগের চেয়ারম্যান, শিক্ষক,  কর্মকর্তা - কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান তাপস বালা বলেন, ‘নবীন শিক্ষার্থীদের বরণ করে দিতে ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে বিভাগের পক্ষ থেকে বড় ধরনের একটি আয়োজন করেছি আমরা।’

অনুষ্ঠানটি অ্যালায়েনস এন্ড এসোসিয়েটের সৌজন্যে অনুষ্ঠিত হয়। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন "বশেমুরবিপ্রবি প্রেসক্লাব "।  

এসএ/