বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ও কেবিন ক্রুগণ।
এছাড়াও বিমান এর পাইলটগণ তাদের মূল বেতনের ১০% উক্ত তহবিলে প্রদান করেছেন।
এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি (অতিরিক্ত সচিব), প্রধান উপদেষ্টার দপ্তর এর নিকট হস্তান্তর করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো.সাফিকুর রহমান এবং পরিচালক প্রশাসন ও মানবসম্পদ মো. মতিউল ইসলাম চৌধুরী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা দেশ ও দেশের মানুষের জরুরি প্রয়োজনে পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
জেবি/এসবি