অটিস্টিক শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অটিস্টিক ও প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে জানিয়ে সমাজের বিত্তবানদের এ ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বানও জানানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বানও জানান। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত হন।
অটিস্টিক ও প্রতিবন্ধীদের স্বাস্থ্যসুরক্ষায় বঙ্গবন্ধু সুরক্ষা বিমা এবং সরকারি চাকরিতে এক শতাংশ কোটা চালু করাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এদের মূলধারায় নিয়ে আসতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ট্রাস্টের মাধ্যমে এ ধরনের আবাসিক ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা এবং সেইসঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা যাতে আমাদের প্রতিবন্ধী ও অটিস্টিক যারা, তারা পায়, ইনশাআল্লাহ সে ব্যবস্থা আমি করে দেব।’
শেখ হাসিনা বলেন, ‘অনেক টাকা-পয়সা অনেকের তো হয়ে গেছে অনেক বেশি; আমাদের অর্থনীতি যত বেশি শক্তিশালী হচ্ছে—দারিদ্র্য বিমোচন হচ্ছে। গ্রামের মানুষজন যেমন আর্থিক স্বচ্ছলতা পাচ্ছেন, আবার অর্থ বানাচ্ছেন। তাঁদের তো আরও অনেক অর্থ হচ্ছে। কিছু এখানে ব্যয় করলে পরে সেটা দেশের কাজে লাগবে।’
অনুষ্ঠানে অটিজম নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও অর্থ তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
ওআ/