আ. লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর অসুস্থবোধ করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: উপদেষ্টা
তিনি আরও বলেন, “জাফর উল্যাহ এখন সুস্থ আছেন, তবে এখনও হাসপাতালেই আছেন”
আরও পড়ুন: হাত খুলে টাকা দিতে চাচ্ছে দাতাগোষ্ঠী: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশে ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। এরই ধারাবাহিকতায় এবার গ্রেফতার করা হলো কাজী জাফর উল্যাহকে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ন্যাশনাল হালাল ল্যাবরেটরি হবে মাইলফলক: শিল্প উপদেষ্টা

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন

নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আইন উপদেষ্টা
