পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৮ এএম, ২১শে সেপ্টেম্বর ২০২৪

পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.নাহিদ ইসলাম বলেছেন, এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অল্প একটু যা সমস্যা হয়েছে তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। সেখানে নেটসেবা নির্বিঘ্ন আছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, “পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।”
আরও পড়ুন: পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা
ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে নাহিদ বলেন, “ত্রাণ কার্যক্রম সন্তোষজনক ভাবে হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আশা করছি সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না।’
আরও পড়ুন: পার্বত্য জেলায় শান্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর
তিনি আরও বলেন, “ভারতের উজানের পানিতে এ বন্যা হয়েছে। আমরা আগেও বলেছি ভারত যা করেছে তা ঠিক হয়নি।”
জেলার ফুলগাজীর জগতপুরেও বন্যাদুর্গত এলাকা পরিবর্দশন করেন তিনি। এসময় ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।
জেবি/এসবি