দুই চালানে ভারতে গেল ৯৯ টন ইলিশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪


দুই চালানে ভারতে গেল ৯৯ টন ইলিশ
ছবি: সংগৃহীত

দুই চালানে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৯৯ টন ৬৬০ কেজি ইলিশ  ভারতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ২০ ট্রাকে করে ৫৪ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ৪৫ মেট্রিক টন ২০০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১০ মার্কিন ডলারে।


শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মান যাচাই শেষে ছাড়পত্র দেয় বন্দর কর্তৃপক্ষ।


আরও পড়ুন: তিন মাসে কোটিপতি বেড়েছে প্রায় ৩ হাজার


বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম সংবামাধ্যমকে জানান, এনিয়ে দুদিনে ৯৯ টন ৬৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হলো। মান যাচাই করে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: সব রেকর্ড ছাড়াল সোনার দাম


দেশের বিভিন্ন বন্দর দিয়ে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন রয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।


জেবি/এসবি