বিমানবন্দর সংলগ্ন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪


বিমানবন্দর সংলগ্ন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে 'নিরব এলাকা' হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।


রবিবার (২৯ সেপ্টেম্বর) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।


আরও পড়ুন: রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৬৩৩ মামলা


এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর এবং দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল 'ল্য মেরিডিয়ান' পর্যন্ত) এলাকাকে 'নিরব এলাকা' হিসেবে ঘোষণা করা হলো।”


আরও পড়ুন: গুলশানে ২ জনের মরদেহ উদ্ধার


বিষয়টি ‍আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।


জেবি/এসবি