চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আরও ৫ জনের প্রাণহানি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪


চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আরও ৫ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

সারাদেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও এক হাজার ১৫২ জন।


সোমবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭ জন, খুলনা বিভাগে ৮৬ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন ও রংপুর বিভাগে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


আরও পড়ুন: একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু আরও ৮


এর ফলে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ জনে। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ৯৩৮ জন।


আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬০


গত ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।


জেবি/এসবি