সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াল রূপে প্রাণহানি ৮০, আক্রান্ত ১৮০৯৭

এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৯৭ জন।
বিজ্ঞাপন
ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু। সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮০ জনের। এই সংখ্যা এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৯৭ জন।
সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৬০৩ জনের বেশি মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে । এ সময় দৈনিক মৃত্যুর হার ২ দশমিক ৬৬ শতাংশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বর্তমানে সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৫৯ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭০৩ জন।
বাংলাদেশে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন এবং ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু রোগ নিয়ে।
বিজ্ঞাপন
আরএক্স/