সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াল রূপে প্রাণহানি ৮০, আক্রান্ত ১৮০৯৭


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪


সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াল রূপে প্রাণহানি ৮০, আক্রান্ত ১৮০৯৭
ছবি: সংগৃহীত

ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু। সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮০ জনের। এই সংখ্যা এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৯৭ জন।  


সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৬০৩ জনের বেশি মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে । এ সময় দৈনিক মৃত্যুর হার ২ দশমিক ৬৬ শতাংশ। 


আরও পড়ুন: একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু আরও ৮


বর্তমানে সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৫৯ জন।  ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭০৩ জন। 


বাংলাদেশে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন এবং ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু রোগ নিয়ে।



আরএক্স/