উজিরপুরে মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪
বরিশালের উজিরপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেল ৪টায় বড়াকোঠা ইউনিয়নের চৌধুরীর হাটে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ চন্দ্র নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চৌধুরীর হাট বাজার সমিতির সভাপতি মোঃ আব্দুল হালিম, সাংবাদিক সুমন বালী, ফেডারেশন সভাপতি এসডিএফ মোঃ মোরশেদ মৃৃধা,ব্যবস্থাপক এসডিএফ রুস্তম আলী। জেলেদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন সরদার।
আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম, এই ২২ দিন ইলিশ আহরন,পরিবহন, মজুদ ও বাজারজাতকরন,ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ, প্রজনন মৌসুমে ইলিশ আহরন না করে এই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ নিধন করলে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
জেবি/এসবি