উজিরপুরে পূজা মন্ডপে থাকবে সিসি ক্যামেরা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪


উজিরপুরে পূজা মন্ডপে থাকবে সিসি ক্যামেরা
ছবি: প্রতিনিধি

মো: এমদাদুল কাসেম সেন্টু: সকল পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় রাখতে হবে বরিশালের উজিরপুর উপজেলায় মতবিনিময় সভায়-প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষকবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,পূজা উদযাপনের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামের সভাকক্ষে  মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইয়াসির আরাফাত। 


উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন,রবিউল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।


আরএক্স/