ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার পিস ডিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪
দ্বিতীয় চালানে যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম আমদানি করা হয়েছে
সোমবার (৬ অক্টোবর) বিকেলে বেনাপোল বন্দরে ডিমের চালানটি খালাস নিতে দেখা গেছে।
জানা যায়, ডিমের দ্বিতীয় চালানটি আমদানি করেছে ঢাকার হাইড্রো ল্যান্ড সলিউশন নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান। এসব ডিম রফতানি করেছে ভারতের শ্রী লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার।
এছাড়া এ বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল বেনাপোল।
আরও পড়ুন: আয়কর আইন পর্যালোচনা: ৭ সদস্যের টাস্কফোর্স গঠন এনবিআরের
বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল ডিমের পরীক্ষণ সম্পর্কে গণমাধ্যমকে জানান, সংশ্লিষ্ট আমদানিকারকের কাগজপত্র পেয়েছি। তবে বেনাপোলে ডিম পরীক্ষার জন্য কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইসলামী ব্যাংক ও এক্সপ্রেস মানির রেমিট্যান্স সেবা চালু
বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে জানান, বাংলাদেশের একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ডিমের চালান আমদানি করেছে। সেটির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে। এবং সরেজমিনে পরীক্ষণ করে এ চালানটি খালাস দেওয়া হয়েছে।
জেবি/এসবি