শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪
শেরপুরে হাজারও বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বানভাসি মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
আরও পড়ুন: শেরপুরে কমছে বন্যার পানি, মৃত বেড়ে ৮
বন্যার কারণে বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া হাজার হাজার বানভাসি মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাজিব আহসান।
এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজিব, মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা নাহার নিপু, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, সাধারণ সম্পাদক মামুন-অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএল/