ডেঙ্গুতে আরও ৫ জনের প্রাণহানি, হাসপাতালে ৯৮১


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪


ডেঙ্গুতে আরও ৫ জনের প্রাণহানি, হাসপাতালে ৯৮১
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন।


মঙ্গলবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৪৪


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ৯৫ জন, বরিশাল বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।


আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১০১৭


এ ছাড়া, মঙ্গলবার  সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩৮৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ হাজার ৭৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসেই ৮০ জন মারা গেছেন।


জেবি/এসবি