ছুটির দিন বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক খোলা

বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে ওইদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে এবার একদিন ছুটি বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে ছুটি কার্যকর হচ্ছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনা থেকে জানা গেছে, এদিন সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ওই নির্দেশনায় বলা হয়, “বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে ওইদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।”
জেবি/এসবি