Logo

বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৪, ২২:৫২
74Shares
বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে
ছবি: সংগৃহীত

মুরগি ও মাছের দামেও নেই কোনো স্বস্তি

বিজ্ঞাপন

গত কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব ধরনের সবজির দাম। বাজারে প্রায় সব সবজিই ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। মুরগি ও মাছের দামেও নেই কোনো স্বস্তি। বিক্রেতারা বলছেন, শুধু রাজধানী ঢাকা নয়, উৎপাদন এলাকায়ও সবজির দাম অনেক চড়া।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে এমনই চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

বেশিরভাগ সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়। এরমধ্যে রয়েছে করলা, বরবটি, গোলবেগুন, ঝিঙা, চিচিঙা ও ধুন্দল। এসব সবজির দাম ১০০ টাকার নিচে যেন কোনোভাবেই নামছেই না।

বিজ্ঞাপন

বাজারে ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে মাত্র চারটি সবজি। এগুলো হলো- পটোল, ঢ্যাঁড়স, পেঁপে ও মুলা। পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা করে। এ ছাড়া পটোল, ঢ্যাঁড়স ও মুলার কেজি বাজারভেদে ৬০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বিক্রেতারা বলছেন, শুধু রাজধানী ঢাকা নয়, উৎপাদন এলাকায়ও সবজি দাম বেশ চড়া। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও মোকামগুলোতে সরবরাহ অনেক কম। এ ছাড়া বন্যার কারণে সবজির জোগান বেশ কমেছে।

বিজ্ঞাপন

সবজির খুচরা বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা।

সবজির দাম বাড়লেও গত সপ্তাহের চেয়ে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ ধরে কাঁচামরিচের দামও বেড়েছে। শুক্রবার কাঁচামরিচ বিক্রি হচ্ছে বাজারভেদে ২৮০ থেকে ৩৪০ টাকা দরে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া আমদানির উদ্যোগ ও শুল্ক কমানোর সংবাদে কমেছে ডিমের দাম। শুক্রবার প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা সপ্তাহের শুরুতে বিক্রি হয়েছে ১৮০ টাকায়।

বাংলাদেশ পাইকারি কাঁচামাল আড়ৎ মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার গণমাধ্যমকে বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি অস্বাভাবিক। উত্তরাঞ্চলেরও বেশ কিছু এলাকায় বন্যা হচ্ছে। ফলে ক্ষেতে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেও সরবরাহ কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। সেজন্য উৎপাদন এলাকায় কৃষকরাও এখন তুলনামূলক দাম বেশি নিচ্ছেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD