আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া?


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৪


আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া?
ফাইল ছবি

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।


রবিবার (১৩ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতর এক বার্তায় এ তথ্য জানিয়েছে।


আরও পড়ুন: বৃষ্টি কমবে, শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু


আবহাওয়ার পূর্বাভাসে হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম অঞ্চল ব্যতীত বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নিতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে


এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টায় (একদিনে) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুঙ্ক থাকতে পারে।


সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


জেবি/এসবি