Logo

কুষ্টিয়ায় চেয়ারম্যানকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৪, ২২:০৭
35Shares
কুষ্টিয়ায় চেয়ারম্যানকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নিকট হস্তান্তর করেছে র‍্যাব

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে পরিষদের মধ্যে ঢুকে গুলি করে করে হত্যা মামলার প্রধান আসামি মোঃ তরিকুল ইসলাম টুকু গ্রেফতার হয়েছে। 

সোমবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১০ টার সময় র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় পাবনা জেলার সদর থানাধীন গোবিন্দপুর গ্রাম হতে তাকে  গ্রেফতার করে র‍্যাব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত তরিকুল ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার  মহির উদ্দিন আহমেদ মহির ঠাকুরের ছেলে এবং চেয়ারম্যান সেন্টুকে হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার এজাহার নামীয় এক নং আসামী। 

র‍্যাব জানায়,  গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু (৫৮) কে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১, তারিখ ১/১০/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য র‍্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প গোয়েন্দা নজরদারি শুরু করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  পাবনা জেলার সদর থানাধীন গোবিন্দপুর গ্রাম হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নিকট হস্তান্তর করেছে র‍্যাব।

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD