ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ১১৮৬

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৯৫০ জন
বিজ্ঞাপন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের প্রাণহানি হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৬ জন।
বুধবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৫৬ জন এবং বাকিরা ঢাকার বাইরের।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৯৫০ জন। মারা গেছেন ২২৬ জন। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশনের ১৫২ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
জেবি/এসবি








