হযরত খাজা এনায়েতপুরী (র:)’র কনিষ্ঠ সাহেবজাদার ইন্তেকাল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৪


হযরত খাজা এনায়েতপুরী (র:)’র কনিষ্ঠ সাহেবজাদার ইন্তেকাল
ছবি: সংগৃহীত

উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক হযরত শাহ্ সূফী খাজাবাবা ইউনূস আলী এনায়েতপুরী (র:) এর সাহেবজাদা তরিকতের মহাজ্ঞানী, বুলবুলে খাজা, হযরত খাজা আব্দুল কুদ্দুস নকশেবন্দী মোজাদ্দদ্দী (র:) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তিঁনি শুক্রবার (১৮ অক্টোবর), ২ কার্তিক (১৪৩১ বঙ্গাব্দ), ১৪ রবিউস সানী (১৪৪৬ হিজরি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জের এনায়েতপুরী দরবার শরীফে ইন্তেকাল করেছেন। ওফাতকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। এ সময় তিঁনি এক ছেলে ও দুই মেয়েসহ অংশ গুণগ্রাহী রেখে জান।


আরও পড়ুন: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ


তিনি হযরত শাহ্ সূফী খাজাবাবা ইউনূস আলী এনায়েতপুরী (র:) এর কনিষ্ঠ সাহেবজাদা ছিলেন। এছাড়াও তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।


এমএল/