ভারতীয় ভিসা প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪


ভারতীয় ভিসা প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না
ফাইল ছবি

ভারতীয় ভ্রমণ ভিসা প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।


কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, লোকবল এখনো কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা।


রবিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


আরও পড়ুন: শহীদ আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম


তিনি বলেন, “চিকিৎসা ও শিক্ষাকাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু আছে।”


আরও পড়ুন: শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট আলোচনা হয়নি: ভারতের হাইকমিশনার


এছাড়া বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে কোনও আলোচনা হয়েছে কি- না জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, “এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। কীভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নেওয়া যায়। আমরা মূলত আলোচনা করেছি কীভাবে কাজগুলো এগিয়ে নিতে পারি।”


গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে দেশটির ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আড়াই মাস ধরে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত।


জেবি/এসবি