বাংলাদেশের বাজারে উন্মুক্ত হচ্ছে রয়্যাল এনফিল্ড


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪


বাংলাদেশের বাজারে উন্মুক্ত হচ্ছে রয়্যাল এনফিল্ড
ফাইল ছবি।

অপেক্ষার শেষে বাংলাদেশের বাজারে উন্মুক্ত হচ্ছে রয়্যাল এনফিল্ড, মোটরসাইকেলের জগতে আইকনিক ব্র্যান্ড ‘রয়্যাল এনফিল্ড’। প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে এই ব্র্যান্ডের মোটরসাইকেল। 


সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় প্রথমে অনলাইনে লঞ্চ করা হবে মোটরসাইকেলগুলো। তারপর বিকেল ৫টা থেকে তেজগাঁওয়ে অবস্থিত রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শো-রুম সবার জন্য উন্মুক্ত করা হবে।


ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, আজ মোটরসাইকেলগুলো সবার সামনে আনা হলেও আজ থেকেই বিক্রি শুরু হবে না। রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল কিনতে হলে প্রি-বুকিং বাধ্যতামূলক। ক্রেতারা এটি ওয়েবসাইট ও শো-রুম থেকে করতে পারবেন।


আরএক্স/