সাময়িক বন্ধ থাকবে রূপালী ব্যাংকের সেবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে ডেটা সেন্টার স্থানান্তরের কারণে।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে
আরও পড়ুন: মে মাসে চাঙা, জুনে ধাক্কা,তবুও ইতিহাস গড়ল রপ্তানি আয়
প্রজ্ঞাপনে জানানো হয়, ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রূপালী ব্যাংকের সব ধরনের লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।
ডেটা সেন্টার হলো ব্যাংকের প্রযুক্তিনির্ভর কার্যক্রমের কেন্দ্রবিন্দু। স্থানান্তরের সময়, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT), এটিএম, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিংসহ সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এরপর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে আবার শুরু হবে।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ১৯৭২ সালের ২৬ মার্চ যাত্রা শুরু হয় রূপালী ব্যাংকের। ওই সময়ে পাকিস্তান আমলে পরিচালিত তিনটি বাণিজ্যিক ব্যাংক-মুসলিম কমার্শিয়াল ব্যাংক, অস্ট্রেলেশিয়া ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংককে একীভূত করে গঠন করা হয় রূপালী ব্যাংক। প্রতিষ্ঠাকালে এটি ছিল রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক; পরে ১৯৮৬ সালের ডিসেম্বরে এটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়।
আরও পড়ুন: ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৩৯ টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, রূপালী ব্যাংকের বর্তমান মূলধন ৪৮৮ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের ৪৮ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬৫ শেয়ারে বিভক্ত। সরকারের কাছ থেকে বিভিন্ন সময় নেওয়া আর্থিক সহায়তার বিপরীতে ব্যাংকটি নতুন করে ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি শেয়ার ইস্যু করবে। তাতে ব্যাংকটির মোট মূলধন বেড়ে দাঁড়াবে ৯৪১ কোটি টাকা। আর মোট শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯৪ কোটি ১২ লাখ ৬২ হাজার ৩১৮। ব্যাংক সূত্রে জানা যায়, সারা দেশে রূপালী ব্যাংকের ৫৮৬টি শাখা রয়েছে। ব্যাংকটির মোট কর্মী ৭ হাজার ১৬৪ জন।
এসডি/