১৭ দিনে এসেছে সাড়ে ১৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০১ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


১৭ দিনে এসেছে সাড়ে ১৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স
ছবি: সংগৃহীত

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে ১৬১ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় (ডলার প্রতি ১২২ টাকা ধরে) প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা।


রবিবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারঘোষিত প্রণোদনা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করায় প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, আগস্টের ১৭ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স।


এর আগে ২০২৫–২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স আসে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।


এ ছাড়া ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে, যা সেই অর্থবছরের রেকর্ড প্রবাসী আয়।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পুরো ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসী আয় ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। আগের অর্থবছর (২০২৩–২৪) এ রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।


আরএক্স/