বাংলাদেশে প্রথমবার ‘রয়্যাল এনফিল্ড রাইডআউট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

ছবি: সংগৃহীত
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের গ্লোবাল কমিউনিটি রাইড ‘রয়্যাল এনফিল্ড রাইডআউট’।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম থেকে রাইডটি শুরু হয়ে পূর্বাচলের ছুটি রিসোর্টে শেষ হয়। এ যাত্রায় অংশ নেন ১৪০ জনেরও বেশি রাইডার, যা বাংলাদেশের বাইকার কমিউনিটির জন্য নতুন অধ্যায়ের সূচনা করে।
‘পিওর মোটরসাইক্লিং’ স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা বাইক, রাস্তা আর মুহূর্তকে একত্রে উপভোগ করেন। রাইড চলাকালে অতিরিক্ত গতিতে না চালানো এবং সেফটি গিয়ার ব্যবহারের গুরুত্বও তুলে ধরা হয়। বার্তা ছিল স্পষ্ট নিরাপদ রাইডেই আসল আনন্দ।
রয়্যাল এনফিল্ড জানিয়েছে, ভবিষ্যতেও নিয়মিত এমন গ্রুপ রাইড আয়োজন করা হবে। ছোট-বড় রাইড থেকে শুরু করে রাতভর বা আন্তর্জাতিক যাত্রাও এর অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে বাংলাদেশি বাইকাররা শুধু দেশের ভেতরেই নয়, বৈশ্বিক রয়্যাল এনফিল্ড কমিউনিটির সঙ্গেও যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, দীর্ঘ ঐতিহ্যের মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড ১৯০১ সালে ইংল্যান্ডে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মোটরেবল পাস উমলিং লা জয় এবং বিখ্যাত ‘হিমালয়ান ওডিসি’ রাইড আয়োজনের জন্য পরিচিত এই ব্র্যান্ড ২০২৪ সালে ইফাদ গ্রুপের সহযোগিতায় বাংলাদেশে তাদের ফ্ল্যাগশিপ শোরুম ও উৎপাদন কারখানা উদ্বোধন করে।
এএস