১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৩৯ টাকা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫


১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৩৯ টাকা
ফাইল ছবি।

বাংলাদেশে ভোক্তা পর্যায়ে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম জুলাই মাসের জন্য ৩৯ টাকা কমিয়ে নতুন মূল্য ১,৩৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


বুধবার (২ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি এ নতুন দাম ঘোষণা করে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হয়েছে।


এর আগে, জুন মাসে দাম ২৮ টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১,৪০৩ টাকা, যা তার আগের মাসে ছিল ১,৪৩১ টাকা।


বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেন গ্যাসের দরপতনের কারণে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এলপি গ্যাসের মূল্য প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী সমন্বয় করে থাকে কমিশন।


১২ কেজির সিলিন্ডার ছাড়াও অন্যান্য সাইজের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে কমবে। যেমন: ৬ কেজি সিলিন্ডার: আনুমানিক ৬৮২ টাকা, ৩ কেজি সিলিন্ডার: আনুমানিক ৩৪১ টাকা, ১৮ কেজি সিলিন্ডার: আনুমানিক ২,০৪৬ টাকা, ৩৫ কেজি সিলিন্ডার: আনুমানিক ৩,৯৭৭ টাকা


এ দাম শুধু বেসরকারি কোম্পানিগুলোর সরবরাহকৃত এলপি গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো (যেমন: বিএসটিআই বা পদ্মা, মেঘনা, যমুনা) আলাদাভাবে দাম নির্ধারণ করে।


আরএক্স/