Logo

শহীদের রক্তই সবচেয়ে বড় দলিল: এনডিএম মহাসচিব

profile picture
জনবাণী ডেস্ক
২২ অক্টোবর, ২০২৪, ২৩:৩১
30Shares
শহীদের রক্তই সবচেয়ে বড় দলিল: এনডিএম মহাসচিব
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের ক্রীড়ানক চুপ্পু সাহেবের মত রাষ্ট্রপতি আমরা আর দেখতে চাই না

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন বলেছেন, "পলায়নকারী খুনি হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই বলে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন সেটা স্ববিরোধিতা এবং পাগলের প্রলাপ৷ সংসদ ভেঙে দেবার পর প্রধানমন্ত্রী আর পদে থাকে না৷ চুপ্পু সাহেবকে বলবো পদত্যাগের কাগজ খোঁজার কোন দরকার নাই কারণ শহীদের রক্তই সবচেয়ে বড় দলিল।"

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাষ্ট্র সংষ্কারে তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত রাজধানীর খিলখেত থানা এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মোমিনুল আমিন বলেন, "বাংলাদেশের কোথাও আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বা তাঁদের দোসরদের মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না৷ সংষ্কারের প্রথম শর্তই এটা। রাষ্ট্র সংষ্কারের পূর্বে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক সংষ্কৃতি সম্পর্কে জনগণের মধ্যে গড়ে উঠা আবহমানকালের ধারণায় পরিবর্তন আনতে হবে।"

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় এনডিএম মহাসচিব বলেন, "আমরা শুরু থেকেই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলে এসেছি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার লক্ষ্যে অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সরাসরি রাষ্ট্রপতির অধীনে আনতে হবে৷ তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কিছু ক্ষমতা প্রদান করতে হবে৷ তবে আওয়ামী ফ্যাসিবাদের ক্রীড়ানক চুপ্পু সাহেবের মত রাষ্ট্রপতি আমরা আর দেখতে চাই না।"

তিনি বলেন, "বিপ্লব কখনো সংবিধান মেনে বা নিয়ম অনুসৃত করে হয় না৷ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করতে রাষ্ট্রের সব সিদ্ধান্তে তারুণ্যের মতামত এবং অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে।" 

বিজ্ঞাপন

ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান ইয়ামিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নুর উল্লাহ, ছাত্র আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী চৌধুরী রাকিব, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক ডাঃ মাহিদুল ইসলাম জিহাদ ও সদস্য সচিব মোঃ জাহিদ মামুন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD