রাষ্ট্রপতি অপসারণ সাংবিধানিক প্রশ্ন নয় রাজনৈতিক সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

শেখ হাসিনার পদত্যাগ পত্র ইস্যু নিয়ে বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হচ্ছে- এ নিয়েই এখন তীব্র কৌতূহল বিরাজ করছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ও বিভিন্ন অঙ্গনে।
বিষয়টি নিয়ে কথা বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “রাষ্ট্রপতি তার পদে থাকবেন কি থাকবেন না এটি সাংবিধানিক প্রশ্ন নয় রাজনৈতিক সিদ্ধান্ত। অংশীজনদের সঙ্গে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরও পড়ুন: বঙ্গভবন এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এ কথা বলেন উপদেষ্টা।
আরও পড়ুন: রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক
তথ্য উপদেষ্টা বলেন, “জনগণের চাওয়া বুঝতে পেরেছে সরকার। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। তাই যৌক্তিক সিদ্ধান্ত আসতে সময় লাগছে।” বঙ্গভবনের সামনে বিক্ষোভ না করারও পরামর্শ দেন তিনি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ন্যাশনাল হালাল ল্যাবরেটরি হবে মাইলফলক: শিল্প উপদেষ্টা

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন

নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আইন উপদেষ্টা
