অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

নীলফামারীর ডিমলা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া নামক স্থান থেকে তাদের আটক করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) টহল দল।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধায় আটককৃতদের ডিমলা থানা পুলিশের নিকট হস্তান্তর করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ফিরলো রমনা মেইল ট্রেন
আটককৃতরা হলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট (মেডিকেল মোড়) এলাকার শম্ভু দত্ত মৌলিকের পুত্র আনন্দ দত্র মৌলিক (২৬), নীলফামারী সদর উপেজলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের পুত্র হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের পুত্র শংকর রায় (১৮) ও পলাশবাড়ি মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের পুত্র উত্তম রায় (১৯)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌণে ১২টার দিকে উপজেলার ঠাকুরগঞ্জ বিওপির সীমান্তে চৌধুরী পাড়া নামক স্থান থেকে ৪জন বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: কবজি দিয়ে লিখেও বিশ্ববিদ্যালয়ে চান্স, ভর্তি অনিশ্চিত মিনারার
ডিমলা থানার পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বলেন, বিজিবি চারজনকে থানায় নিয়ে আসে। আটককৃতরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার কারণে বিজিবি বাদী হয়ে তাদের নামে এজাহার দাখিল করলে মামলা নেয়া হয়। তাদেরকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।
এমএল/