গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ৬


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪


গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।


শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। পরে রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।


দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. বাবুল (৪৭), সেলি (৩৬), মো. সুয়েল (২২), মুন্নি (২০), মো. ইসমাইল (১৬) ও তাসলিমা (১৩)।


আরও পড়ুন: রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দগ্ধ বাবুলের চাচা মোগল মিয়া গণমাধ্যমকে জানান, দগ্ধরা সবাই রূপগঞ্জের হকিরা ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করতো। তারা সবাই একই রুমে বসবাস করত। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হয় তারা। আমরা ধারণা করছি, লাইনের গ্যাস লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। পরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে ছয় জনই দগ্ধ হয়।


আরও পড়ুন: আসিফ নজরুলের 'ভুল' নিয়ে যা বললেন কবি ফরহাদ মজহার



বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছে, আহতরা কত শতাংশ দগ্ধ হয়েছেন তা এই মুহূর্তে সঠিক পরিমাণ নির্ণয় করা যাচ্ছে না। বর্তমানে সবাইকেই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, “নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে নারী ও শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।”


জেবি/এসবি