Logo

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল কুবি শাখা ছাত্রদল

profile picture
জনবাণী ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৪, ০৪:২০
35Shares
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল কুবি শাখা ছাত্রদল
ছবি: সংগৃহীত

এসময় নেতাকর্মীদের সারিবদ্ধ ভাবে নবাগত শিক্ষার্থীদের বরন করে নিতে দেখা যায়

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৩-২৪ বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।

রবিবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাহিরে এই কার্যক্রম পরিচালনা করেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাহিরে ফুল ও পানি দিয়ে দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদেরকে সাহায্য করেছে। এসময় নেতাকর্মীদের সারিবদ্ধ ভাবে নবাগত শিক্ষার্থীদের বরন করে নিতে দেখা যায়।

এর আগে গত আট আগস্ট ১০০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরণের দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে মেইন গেইটের বাহিরে নবাগত শিক্ষার্থীদের ফুলদিয়ে বরণ জানিয়েছি। আমরা চাই না আমাদের কার্যক্রম দ্বারা ক্যাস্পাসে কোন প্রকার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেজন্য আমরা মেইনগেইটের বাহিরে কার্যক্রম পরিচালনা করেছি।’

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD