ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪


ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের
ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (একদিনে) আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


রবিবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৯৬১


প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬০, ঢাকা উত্তর সিটিতে ২৭৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭, খুলনা বিভাগে ১০৭ আক্রান্ত হয়েছেন। এছাড়াও রংপুর বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।


আরও পড়ুন: ডেঙ্গুতে এক সপ্তাহে ৩২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৪১


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৯১১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৬৫০ জন। মারা গেছেন ২৭৭ জন।


উল্লেখ্য, গত ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


জেবি/এসবি