হজে যাওয়ার খরচ কমিয়ে প্যাকেজ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ৩০শে অক্টোবর ২০২৪

খরচ কমিয়ে ২০২৫ সালের হজযাত্রীদের জন্য দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজের এই প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আরও পড়ুন: অচিরেই বাংলাদেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
ঘোষণা অনুসারে, আগামী বছর সরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ পড়বে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর সাধারণ হজ প্যাকেজ-২-এ খরচ পড়বে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
আরও পড়ুন: পরিবর্তিত বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ফলকার টুর্ক
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা এ হজ প্যাকেজ ঘোষণা করেন।
ধর্ম বিষয়ক উপদেষ্টার ঘোষণা অনুসারে, সরকারি প্যাকেজ-১-এ হজের খরচ কমেছে এক লাখ নয় হাজার ১৪৫ টাকা। আর সরকারি প্যাকেজ-২ এ কমেছে ১১ হাজার ৭০৭ টাকা।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আগা খান অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নির্বাচনে বিদেশি প্রভাব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতি বছর বিদেশে চাকরি পাচ্ছেন অন্তত ১০ লাখ বাংলাদেশি: আসিফ নজরুল

নূরের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
