পরিবর্তিত বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ফলকার টুর্ক

বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সফররত মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার
বিজ্ঞাপন
বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে ফলকার টুর্ক বলেন, “আজকের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকারবিষয়ক হাইকমিশন।”
বিজ্ঞাপন
ফলকার টুর্ক ঢাকা সফরের শেষ দিন সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিজ্ঞাপন
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক মঙ্গলবার (২৯ অক্টোবর) দুই দিনের সফরে ঢাকায় আসেন।
জেবি/এসবি








