পরিবর্তিত বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ফলকার টুর্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সফররত মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
আরও পড়ুন: মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার
বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে ফলকার টুর্ক বলেন, “আজকের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকারবিষয়ক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকারবিষয়ক হাইকমিশন।”
আরও পড়ুন: খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১০ মামলা বাতিল
ফলকার টুর্ক ঢাকা সফরের শেষ দিন সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক মঙ্গলবার (২৯ অক্টোবর) দুই দিনের সফরে ঢাকায় আসেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

একনেকে ৮৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন দিলো সরকার

আগামী মাস থেকে ভাতা পাবেন ‘জুলাই যোদ্ধারা’: উপদেষ্টা

গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশ অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র: ফরিদা আখতার

টিউলিপ ও তার আইনজীবী বাংলাদেশকে ছোট করছেন : দুদক
