জাতীয় নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো রয়েছে। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক হলেও কোথাও অস্থিরতা সৃষ্টি না হওয়ার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনের জন্য আমরা সহায়ক পরিবেশ তৈরি করেছি, যাতে শতভাগ মানুষ ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
আরও পড়ুন: ১ দিন ম্যানেজ করলেই মিলবে লম্বা ছুটি
তিনি আরও বলেন, গণভোট সংক্রান্ত নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, শুধু আইন স্পষ্টীকরণ করে তা প্রতিপালনের জন্য বলা হয়েছে। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ ধারায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনে যা অনিয়ম হয়, গণভোটের ক্ষেত্রেও তা অনিয়ম। সাধারণ নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষপুষ্ট প্রচার করতে পারবে না। তারা শুধুমাত্র জনগণকে তথ্য দিতে পারবেন, কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের বিষয়ে কোনো অবস্থান নেবেন না।
বিজ্ঞাপন
মতবিনিময় সভা পটুয়াখালী জেলা প্রশাসন আয়োজিত ছিল। সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কোর অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।








