১ দিন ম্যানেজ করলেই মিলবে লম্বা ছুটি

আগামীকাল (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে জানুয়ারি, আর নতুন মাসের শুরুতে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় এক সুসংবাদ।
বিজ্ঞাপন
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লম্বা ছুটি কাটানোর সুযোগ থাকবে, যা ব্যাংক কর্মকর্তারাও পেতে পারেন। ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া, ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একদিন ছুটি নিলে মিলবে টানা ৪ দিনের বিশ্রাম, কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। একদিন পরিকল্পনা করে নিয়েই এমন দীর্ঘ ছুটি সম্ভব।
বিজ্ঞাপন
তাই, একদিন ম্যানেজেই মিলতে পারে টানা ৪ দিন ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।








