মাত্র ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে ফেরার সুযোগ চালু করেছে অন্তর্বর্তী সরকার। বিশেষ এই উদ্যোগের আওতায় সৌদি আরব-বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ২০ হাজার টাকা।
বিজ্ঞাপন
শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন—এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপদেষ্টা বলেন, উদ্যোগটি বাস্তবায়িত হলে প্রবাসী কর্মীরা যেমন কম খরচে যাতায়াতের সুযোগ পাবেন, তেমনি রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে। বিশেষ করে হজ মৌসুমে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে প্রবণতা ছিল, তা কাজে লাগিয়ে বাড়তি আয় সম্ভব হবে। তার মতে, এ থেকে বিমানের অতিরিক্ত ১০০ কোটির বেশি আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এই বিশেষ ব্যবস্থায় মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। আর মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২ হাজার টাকা। বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। আর বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে এটি কার্যকর হবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসীদের জীবন সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিজ্ঞাপন
তবে তিনি সতর্ক করে বলেন, অতীতে ভালো উদ্যোগ নেওয়া হলেও সঠিক তদারকির অভাবে অনেক ক্ষেত্রেই তা স্থায়ী হয়নি। তাই এ উদ্যোগ যেন কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।








