বেওয়ারিশ লাশ দাফনে সরকারের অনুমোদন পেল মাস্তুল ফাউন্ডেশন

মানবিক ও সেবামূলক কার্যক্রমে দেশজুড়ে সমাদৃত মাস্তুল ফাউন্ডেশন এখন থেকে সরকারিভাবে বেওয়ারিশ মরদেহ দাফন ও সৎকারের অনুমোদন পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ আদেশের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে পরিচয়হীন ও অভিভাবকহীন মরদেহের শেষকৃত্য সসম্মানে সম্পন্ন করার আইনি ও প্রশাসনিক স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
মাস্তুল ফাউন্ডেশনের এই কার্যক্রম নতুন নয়। বিশ্বব্যাপী করোনা মহামারির ভয়াবহ সময়ে, যখন অনেক ক্ষেত্রে স্বজনরাও মৃতদেহ গ্রহণে পিছিয়ে গিয়েছিলেন, তখন মাস্তুল ফাউন্ডেশনের একদল সাহসী স্বেচ্ছাসেবী জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ৩ হাজারের বেশি মরদেহ দাফন ও সৎকার সম্পন্ন করে। মহামারির সেই সংকটকালে তাদের এই মানবিক ত্যাগ সর্বমহলে প্রশংসিত হয়।
সরকারের নতুন এই অনুমোদনের ফলে এখন থেকে মাস্তুল ফাউন্ডেশন নিয়মিতভাবে বেওয়ারিশ লাশের গোসল, কাফন ও দাফনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন,“স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অনুমোদন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা শুরু থেকেই এই কাজটি সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানবিক দায়বদ্ধতা থেকে করে আসছি। একজন মানুষ পরিচয়হীনভাবে মারা গেলেও যেন তার শেষ বিদায় ধর্মীয় মর্যাদা ও সম্মানের সঙ্গে হয়—এটাই আমাদের একমাত্র লক্ষ্য। ইনশাআল্লাহ, আগামীতেও আমরা এই সেবা কার্যক্রম সম্পূর্ণ নিঃস্বার্থভাবে চালিয়ে যাব।”
আরও পড়ুন: ১ দিন ম্যানেজ করলেই মিলবে লম্বা ছুটি
উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন শুধু দাফন কার্যক্রমেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটি এতিমখানা, স্কুল, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন সামাজিক ও ইসলামিক প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে সেবামূলক কাজ করে যাচ্ছে। সরকারের এই অনুমোদন মাস্তুল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।








