Logo

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করল আদানি

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৪, ০১:৩৭
65Shares
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করল আদানি
ছবি: সংগৃহীত

যার ফলে, রাতারাতি এক হাজার ৬০০ মেগাওয়াট এর বেশি বিদ্যুতের ঘাটতি অনুভব হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের কাছ থেকে বিদ্যুতের পাওনা টাকা না পেয়ে সরবরাহ অর্ধেক করে দিয়েছে  আদানি পাওয়ারের সহযোগী সংস্থা আদানি পাওয়ার ঝাড়খন্ড লিমিটেড (এপিজেএল)।

শনিবার (২ অক্টোবর) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, এপিজেএলের ৮৪৬ মিলিয়ন ডলারের বকেয়া বিল পরিশোধ না করায় সরবরাহ বন্ধ করে।

বিজ্ঞাপন

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে পাওয়া তথ্যে দেখা যায়, আদানি প্ল্যান্ট বৃহস্পতিবার রাতে তার সরবরাহ কমিয়ে দিয়েছে। এপিজেএলের এক হাজার ৪৯৬ মেগাওয়াটের এই প্ল্যান্টটি এখন একক ইউনিট থেকে ৭০০ মেগাওয়াটে সরবরাহ করছে। যার ফলে, রাতারাতি এক হাজার ৬০০ মেগাওয়াট এর বেশি বিদ্যুতের ঘাটতি অনুভব হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে বকেয়া বিল পরিশোধ না করা হলে ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে বলে কয়েক সপ্তাহ আগে ঘোষণা দিয়ে পিডিবি বরাবর একটি চিঠি পাঠিয়েছিল আদানি পাওয়ার।

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৭ আগস্ট এই চিঠিত  আদানি উল্লেখ করেন, বাংলাদেশের প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। কিন্তু ঋণদাতারা এখন আমাদের ওপর চাপ প্রয়োগ করছে। আমি বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বকেয়া ৮০০ মিলিয়ন ডলারের প্রাথমিক পরিশোধ নিশ্চিত করতে আপনার সহায়তা কামনা করছি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD