বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করল আদানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪
বাংলাদেশের কাছ থেকে বিদ্যুতের পাওনা টাকা না পেয়ে সরবরাহ অর্ধেক করে দিয়েছে আদানি পাওয়ারের সহযোগী সংস্থা আদানি পাওয়ার ঝাড়খন্ড লিমিটেড (এপিজেএল)।
শনিবার (২ অক্টোবর) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, এপিজেএলের ৮৪৬ মিলিয়ন ডলারের বকেয়া বিল পরিশোধ না করায় সরবরাহ বন্ধ করে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে পাওয়া তথ্যে দেখা যায়, আদানি প্ল্যান্ট বৃহস্পতিবার রাতে তার সরবরাহ কমিয়ে দিয়েছে। এপিজেএলের এক হাজার ৪৯৬ মেগাওয়াটের এই প্ল্যান্টটি এখন একক ইউনিট থেকে ৭০০ মেগাওয়াটে সরবরাহ করছে। যার ফলে, রাতারাতি এক হাজার ৬০০ মেগাওয়াট এর বেশি বিদ্যুতের ঘাটতি অনুভব হয়েছে।
আরও পড়ুন: গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন
এর আগে বকেয়া বিল পরিশোধ না করা হলে ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে বলে কয়েক সপ্তাহ আগে ঘোষণা দিয়ে পিডিবি বরাবর একটি চিঠি পাঠিয়েছিল আদানি পাওয়ার।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়েছেন।
আরও পড়ুন: ট্রাম্পের পোস্টের জবাব দিলেন রাষ্ট্রদূত মুশফিক
গত ২৭ আগস্ট এই চিঠিত আদানি উল্লেখ করেন, বাংলাদেশের প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। কিন্তু ঋণদাতারা এখন আমাদের ওপর চাপ প্রয়োগ করছে। আমি বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বকেয়া ৮০০ মিলিয়ন ডলারের প্রাথমিক পরিশোধ নিশ্চিত করতে আপনার সহায়তা কামনা করছি।
জেবি/এসবি