পবিপ্রবিতে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও দীপাবলি উৎসব
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ছোটবেলায় ফুলকুঁড়ির আসরের সাথে থাকতে পারলে মায়ের জীবনটা সহজ হতো: রাবি উপাচার্য
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। এদিন কালীপূজার পাশাপাশি দীপাবলি উৎসবও পালিত হয়।সনাতনী শিক্ষার্থীদের এই উৎসবে ধুনুচি নাচ, দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রজ্বলন, মাতৃসঙ্গীত পরিবেশন, ফানুস উড়ানো, রঙমশাল প্রজ্বলন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
পবিপ্রবি মন্দির কমিটির সভাপতি কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান,সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
কৃষি অনুষদের শিক্ষার্থী শুভময় সরকার ইমনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, পবিপ্রবি সনাতন সংঘের সভাপতি হিমেল মজুমদার, সেক্রেটারি শোভন সেনসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষাথী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এমএল/