সারাদেশে সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু করছে প্রাণিসম্পদ অধিদপ্তর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪


সারাদেশে সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু করছে প্রাণিসম্পদ অধিদপ্তর
ছবি: জনবাণী

সারাদেশের ১৬ জেলার ৮০ স্থানে সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু করেছে সরকার। তবে উৎপাদন খবর ও আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় এসব জেলায় পণ্যের দামে কিছুটা পার্থক্য থাকছে।


প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, চলমান ডিমের বাজার অস্থিতিশীলতায় ভোক্তাদের চাহিদার কথা বিবেচনায় রেখে দেশের ১৬ জেলায় সূলভ মূল্যে ডিম বিক্রি কার্যক্রম অব্যহত রেখে সরকার। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি সদস্যরা ভোক্তাদের মাঝে ডিম বিক্রি শুরু করেছে। 


পিরোজপুর জেলার মঠবাড়িয়া ও ভান্ডারিয়া; চট্টগ্রামের কর্ণফুলি ও রাউজান;  কক্সবাজারের পেকুয়া, কুমিল্লার সদর ও বুড়িচং;  ফরিদপুরের সদর উপজেলা, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, করিমগঞ্জ, কুলিয়ারচর, নিকলী ও পাকুন্দিয়া; মাদারীপুরের কালকিনি; ঝিনাইদহের শৈলকূপা ; মাগুরার সদর উপজেলা; ময়মনসিংহের সদর ও তারাকন্দা; জয়পুরহাটের পাঁচবিবি ; পাবনার ফরিদপুরে ; দিনাজপুরের বিরল; নিলফামারীর ডোমার ; সুনামগঞ্জের জগন্নাথপুর ; সিলেটের দক্ষিণ সুরমা ও জকিগঞ্জে ডিম বিক্রি চলমান রয়েছে এছাড়াও পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ হবে বলে জানায় সংশ্লিষ্টরা।


শুক্রবার সকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত মোট ১ কোটি ৭১ লাখ ৮৭৫টি ডিম বিক্রি করেছে পিজি সদস্যরা। এর মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খামারি মিলন মিয়া ২ হাজার ২০০, চট্টগ্রামের কর্ণফুলির খামারি খুররার নায়াম ৩ হাজার, কুমিল্লার খামারি ওজায়ের আহমেদ আতিক ১ হাজার, কিশোরগঞ্জের অষ্টগ্রামের খামারি মো. জাহান মিয়া ১ হাজার, করিমগঞ্জের খামারি জুবায়ের আহমেদ ১ হাজার ৮০০, ঝিনাইদহের শৈলকূপার খামারি নবীনুজ্জামান ৩ হাজার ৪৫০, জয়পুরহাটের পাঁচবিবির খামারি মহিদুল ইসলাম ৩৩০, দিনাজপুরের বিরল উপজেলার খামারি জাহাঙ্গীর আলম ২৫ হাজার ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খামারি সাইফুল আলম ১৪০টি ডিম বিক্রি করেছে বলে জানা যায়।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ অধিদপ্তরের সূলভ মূল্যে ডিম বিক্রি কার্যক্রমকে বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প।


প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন বলেন, ভোক্তাপর্যায়ে সূলভ মূল্যে আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে পিজি সদস্যের মাধ্যমে ডিম বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রথম পর্যায়ে ৮০ স্থানে শুরু হয়েছে যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পাবে।


আরএক্স/