সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০২ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪


সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশে হয়রত হাজী খাজা শাহবা‌জ (রহ:) এর মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ক‌রা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে মাজা‌রে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন মাজারের খা‌দেম জহিরুল ইসলাম। এসময় হামলাকারীরা মাজা‌রের দানবাক্স নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।


প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অনু‌ষ্ঠিত হ‌য় হেফাজত ইসলামের ইসলামী মহাসম্মেলন। দাওয়াত ও তাবলিগ, কওমী মাদরাসা এবং দ্বীনের হেফাজতের লক্ষে এ সম্মেলনে হাজার হাজার আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুস‌ল্লিরা অংশ নেন। সকাল নয়টায় মহাসম্মেলন শুরু হওয়ার কথা থাক‌লেও ফজরের পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে আস‌তে থা‌কেন হাজার হাজার ধর্মপ্রাণ মুস‌ল্লিগণ। ভোর থে‌কে আলোচনা শুরু হয়। এরই ম‌ধ্যে সকাল এগা‌রোটার দি‌কে একদল “তৌ‌হি‌দি জনতা” হয়রত হাজী খাজা শাহবা‌জের (রহ.) মাজা‌রে যান। সেখা‌নে গি‌য়ে তারা তাণ্ডবলীলা চালান। এসময় মাজা‌রে দা‌য়িত্বরত ব্যক্তিরা বাধা দি‌তে আস‌লে তা‌দেরও মারধর করা হয়।


আরও পড়ুন: উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় মিললো কোটি টাকা


সরেজমিনে দেখা যায়, মাজা‌রের ভিত‌রের পর্দা ছি‌ড়ে ফেলা হ‌য়ে‌ছে। লোহার রেলিং ভাঙা হ‌য়ে‌ছে। তাছাড়া এ ঘটনার পর উধাও মাজারের দানবাক্স। 


এ বিষ‌য়ে মাজা‌রের খা‌দেম জহিরুল ইসলাম ব‌লেন, ‘সকাল এগা‌রোটার দি‌কে তারা এসেই আমাদের গেটের বাইরের ব্যানার পোস্টার ছিড়ে ফেলে। আমাদের মাজারের ভিতরের যে সকল ভক্ত ছিল সবাইকে মারধর করে। তারা জুতা পরে মাজারে প্রবেশ করে এবং লোহার রেলিং ভেঙে ফেলে। তিনটি দান বাক্স ছিল সেগুলো তারা নিয়ে গেছে। এ সময় তারা এখানে একজন মহিলাকেও মারধর করেছে। ঘটনার এক পর্যায়ে আমরা সেনাবাহিনীকে খবর দেই। সেনাবাহিনী আসার কারণে তারা আমাদের মাজার পুরোপুরি ভাঙতে পারে নাই। এ সময় সমাবেশ শেষে তারা আমাদের মাজারে আবারও হামলা করবে ব‌লে হুম‌কি দি‌য়ে যায়।


আরও পড়ুন: ডিবিসি নিউজে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন


এ বিষ‌য়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খা‌লেদ মুনসুর ব‌লেন, ‘এ ধর‌নের ভঙচুরের কোনো খবর পাইনি। আর কেউ অভিযোগ দেয়নি আমাদের কাছে।’


এমএল/