গুলিস্তানে গণজমায়েত করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দুপুর ১২ টায় গুলিস্তান জিরো পয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে
বিজ্ঞাপন
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আলুর আড়তে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান
বিজ্ঞাপন
ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহ লেখেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবীতে গণজমায়েত করবে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ। দুপুর ১২ টায় গুলিস্তান জিরো পয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।
উল্লেখ, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার 'বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারে' সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে।রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সনবেত হতে বলা হয়েছে। শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের এ ডাক দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এমএল/








