ডুয়েটে ‘কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ' বিষয়ক অনলাইন মিটিং


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪


ডুয়েটে ‘কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ' বিষয়ক অনলাইন মিটিং
ছবি: প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ' বিষয়ক অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (১০ নভেম্বর) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত এ মিটিংয়ে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। 


আরও পড়ুন: ডুয়েটে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠিত


এ সময় যুক্ত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আলোচনায় অংশগ্রহণ করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ন্যানো-ম্যাটেরিয়ালস্ অ্যান্ড এনার্জি টেকনোলজি রিসার্চ সেন্টারের হেড ও ডিসটিগুইজ রিসার্চ প্রফেসর ড. মো. সাইদুর রহমান। 


গত ৩১ অক্টোবর ‘হাই ইমপ্যাক্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস্' বিষয়ক অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের ফলে অতি দ্রুত কোলাবোরেটিভ রিসার্চ, ফান্ডিং সাপোর্ট, স্কলারশীপ এবং ফ্যাকাল্টি ও শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করার উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ফলোআপ হিসেবে এই মিটিং অনুষ্ঠিত হয়।


উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন অনলাইন মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য প্রফেসর ড. মো. সাইদুর রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, ‘আমরা শিক্ষা, গবেষণা, প্রকাশনা এবং দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে কাজ করছি। 


এক্ষেত্রে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেটিভ রিসার্চ, জয়েন্ট প্রজেক্ট ও পাবলিকেশন, সেমিনার, সিম্পোজিয়াম, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ব্যবহারের সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের জয়েন্ট সুপারভিশন, শর্ট ভিজিট, ফ্যাকাল্টি ও শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করার উদ্যোগ গ্রহণ করতে চাই।' এ ব্যাপারে তিনি সানওয়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা কামনা করেন।


উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার রিসার্চ, ফান্ডিং সাপোর্ট, স্কলারশীপ ও কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস প্রণয়নের প্রতি গুরুত্ব তুলে ধরে কিভাবে শিক্ষার্থীদের সানওয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে যৌথভাবে কাজ করা যায়, সে বিষয়গুলো আলোকপাত করেন ।


আরও পড়ুন: গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে পোশাক কারখানা


প্রফেসর ড. মো. সাইদুর রহমান ডুয়েট ও সানওয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোলাবোরেশনের মাধ্যমে রিসার্চ, জয়েন্ট প্রজেক্ট ও পাবলিকেশন, সেমিনার, ল্যাব ব্যবহারের সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের জয়েন্ট সুপারভিশন, শর্ট ভিজিট, ফ্যাকাল্টি ও শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য স্ট্র্যাটেজিস্ ও পলিসি নিয়ে আলোকপাত করেন। তিনি ডুয়েটের শিক্ষার্থীদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশীপ ও গবেষণা সেক্টরে সানওয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।


উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ‘হাই ইমপ্যাক্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস্' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। উক্ত সেমিনারে টেকনিক্যাল সেশনে কী-নোট স্পীকার প্রফেসর ড. মো. সাইদুর রহমান হাই ইমপ্যাক্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, রিসার্চ স্ট্র্যাটেজিস বিষয়ে আলোকপাত করেন। তিনি তাঁর গবেষণা অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশীপ ও গবেষণা সেক্টরে যুক্ত হতে অনুপ্রাণিত করেন ।



আরএক্স/